Connecting You with the Truth

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ৩৭ কিলোমিটার ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

Hatibandha Lalmonirhat News 31.1লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ৩৭ কিলোমিটার ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধনজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট: রবিবার দুপুরে বড়বাড়ী-লালমনিরহাট- বুড়িমারী (এন-৫০৯) জাতীয় মহাসড়কের চে: ৫০+০৮৩ থেকে চে: ৮৭-৬০০ মোট ৩৭.৫১৭ কিলোমিটার মহাসড়কের কাজের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলী আঃ হালিম, লালমনিরহাট জেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

এছাড়া বিকেলে এলজিএসপি-২ অর্থায়নে টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম ৮নং ওয়ার্ডে ক্ষুদ্র সমাজভিত্তিক বিশুদ্ধ পানি সরবরাহ ও সমন্বিত জীবনমান উন্নয়ন ব্যবস্থা শীর্ষক প্রকল্পের কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন হয়। প্রার্থমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীটির সভাপতি মোতাহার হোসেন এমপি। ইউনয়ন পরিষদ চেযারম্যান সেলিম হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ, হাতীবান্ধা এসএস হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল,ইউপি সদস্য রতীন্দ্র নাথ,প্রাক্তন শিক্ষত মনমোহন বর্ম্মন প্রমুখ। উল্লেখ্য, এলজিএসপি-২ (২০১৫-২০১৬) ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের ভুমি হস্তান্তর করের আয় থেকে ১ শতাংশ অর্থসহ মোট ৭ লাখ টাকা ব্যায়ে উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ। এ প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় পূর্ব বেজগ্রাম এলাকার ৩৭ টি পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

Comments
Loading...