Connecting You with the Truth

লালমনিরহাট সদর উপজেলায় চলছে আগাম ইউপি নির্বাচনী প্রচারণা

UP Nirbachon Lalmonirhatবাবলু মিয়া, লালমনিরহাট: ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের উত্তাপে গরম হয়ে উঠেছে লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়ন। শীতের ঠান্ডা হাওয়া সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ সবচেয়ে বড় এ স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১ম বারের মতো নির্বাচন হবে দলীয় প্রতীক নিয়ে, সে কারণে সম্ভাব্য প্রার্থীদের অনেকে প্রতীক নিশ্চিত করতে চালাচ্ছেন হাই কমান্ডের সাথে জোর লবিং বিশেষ করে এ দৌড় এগিয়ে আছেন ক্ষমতাশীল দল আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পাটিসহ প্রধান রাজনৈতিক দলের নেতা কর্মীরা। তাই তারা প্রার্থীতা নিশ্চিত করার জন্য ানা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের পিছনে ধরনা দিচ্ছেন। এদিকে জনগনের সেবার সুযোগ চেয়ে এর মধ্যে শুরু হয়েছে আগাম নির্বাচনী প্রচারনা চেয়ারম্যার ও মেম্বার পদে সম্ভাব্য র্প্রাথীীদের পক্ষে পোষ্টার, বিল বোর্ডসহ ধুমচে চলছে সম্ভাব্য প্রার্থীদের অনেকে একধাপ এগিয়ে দলের প্রতীক সংবলিত রঙ্গিন পোস্টাল ছাপিয়ে ঝুলিয়ে দিয়েছেন। ডিজিটাল প্রিন্ট, ভোটের নানা হিসাব নিকাশ নিয়ে গ্রাম গঞ্জে এখন চায়ের কাপে বড় বইছে। পাশাপাশি দলীয় মনোনয়ন বিশেষ করে নৌকা ও ধানের শীর্ষ প্রতীক পেতে সম্ভাব্য প্রার্থীরা এখন থেকে ধরনা দিচ্ছেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলার শীর্ষ নেতাদের কাছে।

Comments
Loading...