লালমনিরহাট সীমান্তে বিজিবির গুলিতে তিন বাংলাদেশী আহত
পাটগ্রাম প্রতিনিধিাঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ী এলাকার ললিতারহাট উচ্চ বিদ্যালয়ের সামনে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের সাথে বিজিবির বাদানুবাদ এবং এক পর্যায়ে বিজিবির গুলিতে জাহেদুল, রতন, শফিকুল নামে তিন ব্যাক্তি আহতের খবর পাওয়া গেছে। আহতদের শরীরে গুলি থাকায় পাটগ্রাম মেডিকেল তাদের রংপুর মেডিকেলে রেফার্ড করেছে বলে পাটগ্রাম মেডিকেলের আবাসিক অফিসার প্রণব কুমার দাস জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ এলাকার তিন জন তামাক ব্যবসায়ি তামাক নিয়ে পাটগ্রাম থেকে ললিতার হাট আসার সময় বিজিবি তাদের থামতে বললে তারা বিজিবির কথা অমান্য করলে বিজিবি তাদের আটক করে । পরে স্থানীয়রা তাদের ছাড়াতে গেলে বিজিবির সাথে বাদানুবাদ হয়। পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বিজিবি গুলি ছোড়ে। পড়ে নির্বাহী অফিসার পাটগ্রাম,উপজেলাচেয়ারম্যান পাটগ্রাম, অফিসার ইন চার্জ পাটগ্রাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
পাটগ্রাম সদর ক্যাম্প কমান্ডার সুবেদার মকবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।