লালমনিরহাট হাতীবান্ধার এক অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত, অগ্নিদগ্ধ ৪জন
হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারে এক অগ্নিকান্ডে ৭টি দোকানে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত । এতে ৪জন অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উপজেলার দইখাওয়া বাজার প্রান কেন্দ্রে আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের ডিজেল চালিত ষ্টাফ চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এর লেলিহান শিখা আশে পাশে ছড়িয়ে পরলে পার্শ্ববর্তী রফিকুল, আঃ লতিফ, বিশ্বনাথ, নারায়ন চন্দ্র, ও রোকনুজ্জামান বাবু সহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের স্বর্ণ, ঔষধ, কসমেটিস্ ও মোদি দোকানের যাবতীয় মালামালসহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিসাধন ও লুটপাট হয়েছে। এ সময় হোটেলে থাকা শ্রমিক সুরুজ্জামান (২৭), ও তপন চন্দ্র (২২), আঃ ওহাব যাদু (৫৫) সবুরুল ইসলাম (২৪)সহ ৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। তন্মোধ্য হোটেল শ্রমিক সুরুজ্জামান এবং তপন চন্দ্রের অবস্থা আশংকা জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনা জানতে পেরে উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, পিআইও ফেরদৌস আলম ও থানা অফিসার ইনচার্জ আঃ মতিন প্রধান অগ্রিকান্ড ক্ষতি’গ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন।