Connecting You with the Truth

লালমনিরহাট-২ আসনের টানা ৭ বারের সাংসদ মজিবর রহমান আর নেই

mojibor mp

রাহেবুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি: লালমনিরহাট -২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের টানা ৭ বারের নির্বাচিত সাবেক সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান আর নেই(ইন্না নিল্লাহী . ৃ .. রাজেউন)। শনিবার(৩০ জানুয়ারী) ভোর ৪টার দিকে ঢাকা উত্তরায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫বছর।

প্রবীন এ নেতার মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হবে বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী। তিনি জানান, বিকেলের মধ্যে মরদেহ আদিতমারী পৌছাতে পারে। এরপর আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সময় ও দাফনের স্থান(কবর) পরে জানানো হবে বলেও জানান তিনি।

তার মেজ ছেলে সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, ছোট ছেলে ব্যারিষ্টার ফাহমিদ সরওয়ার ও বড় ছেলে মোস্তাকজামান বাবলু একজন সফল ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

Comments