লেখিকা চরিত্রে অভিনয় করলেন সুবর্ণা মুস্তাফা
বিনোদন ডেস্ক:
লেখিকা চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। টেলিছবিটির নাম ‘অবাক জোছনা’। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। এতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শাহেদ শরীফ খান, সামিহা খান, আহসান কবির, টুটুল চৌধুরী, মনিরাজ প্রমুখ। নাটকটি নিয়ে অঞ্জন আইচ বলেন, ‘মুলত লেখিকা ও তার পরিবারকে ঘিরেই এ টেলিছবির কাহিনী। রুপা নামে একজন লেখিকার পরিবারে স্বামী ও এক মেয়ে। ‘নারী পাচার ও যুদ্ধাপরাধ’ নিয়ে একটি লেখা শুরু করেন রুপা। সেই লেখাটা বন্ধ করার জন্য নানা ঝামেলার শিকার হতে হয় তাকে।’ এবারের কোরবানি ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘অবাক জোছনা’ টেলিছবিটি।