Connecting You with the Truth

‘শচীন ২০০ নট আউট’

স্পোর্টস ডেস্ক:s-3
শচীন টেন্ডুলকারের উপর নির্মিত তথ্যচিত্র ‘২০০ নট আউট’ এর বিশ্বব্যাপী মার্কেটিংয়ের দায়িত্ব নিল আইওএস অ্যান্ড এন্টারটেইনম্যান্ট। জেমস এরস্কাইনের পরিচালনায় এই তথ্যচিত্র হিন্দি ও ইংরেজিতে একই সঙ্গে মুক্তি পাবে। মাইকেল জ্যাকসন, আয়ার্টন সেনার পর প্রথম এশীয় হিসেবে এ ধরনের তথ্যচিত্র তৈরি হয়েছে শচীন টেন্ডুলকারের উপর। শচীন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসের অনেক উঁচুমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ক্রিকেট বিশ্বে তিনি ‘লিটল মাস্টার’ নামে পরিচিত। টেস্ট ও একদিনের খেলায় সর্বোচ্চ সংখ্যক শতকের মালিকসহ অসাধারণ সব কীর্তি গড়েছেন তিনি। ২০১৩ সালের ১৪ নভেম্বর গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীকে কাদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন শচীন টেন্ডুলকার।

Comments