শপথের আগে মোদির বাসভবনে মুফতি মোহাম্মদ
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন পিডিপি প্যাট্রন মুফতি মোহাম্মদ সাঈদ। রোববার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। ন্যূনতন সাধারণ কর্মসূচি নিয়ে ঐকমত্যে আসার পরই জম্মু-কাশ্মিরে জোট সরকার গঠনের সিদ্ধান্ত নেয় পিডিপি-বিজেপি। এর পরই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা করেন জম্মু-কাশ্মিরের ভাবি মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাঈদ বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। জম্মু-কাশ্মিরকে শান্তিপূর্ণ রাজ্য গড়ে তোলা আমার স্বপ্ন। এই স্বপ্নের কথা আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রয়োজনে পাকিস্তানের সঙ্গেও আলোচনা করতে হবে।’’ রবিবার তার শপথগ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুফতি মোহাম্মদ। প্রধানমন্ত্রী শপথে অংশ নেবেন বলে জানিয়েছেন। আগামী ছ’বছরের জন্য জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাবেন পিডিপি প্যাট্রন। রবিবার মোট ২৫ জন বিধায়ক শপথ নেবেন। এর মধ্যে ১৩ জন পিডিপি ও ১২ জন বিজেপি বিধায়ক। কিন্তু ন্যূনতম কর্মসূচিতে বিতর্কিত ৩৭০ ধারার কি উল্লেখ রয়েছে। প্রশ্নের জবাবে মুফতি জানান, শপথগ্রহণের দিন আনুষ্ঠানিকভাবে অভিন্ন ন্যূনতম কর্মসূচি জনসমক্ষে আনা হবে। তখনই বিষয়টি প্রকাশ পাবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত ডিসেম্বরে জম্মু-কাশ্মির বিধানসভা ভোটের ফল হয় ত্রিশঙ্কু। ৮৭ সদস্যের বিধানসভায় ২৮টি আসন পায় পিডিপি। বিজেপি পায় ২৫টি আসন। এর পর রয়েছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (১৫) ও কংগ্রেস (১২)। দু’মাস আলোচনার পর সরকার গঠন নিয়ে ঐকমত্যে পৌঁছায় বিজেপি-পিডিপি।