শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেন শপথ নিয়েছেন। নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর তিনি শপথ গ্রহণ করেন।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের পরিচালনায় শপথ বাক্য পাঠ করা হয়।
শপথ অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে হতাহতদের স্মরণ করে উপদেষ্টা হাসান আরিফ বলেন, “এ শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিপ্লবোত্তর সময়ে অনুষ্ঠিত হলো। এ সরকার রুটিন কেয়ারটেকার সরকার নয়।”
সর্বশেষ ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে ৫২ হাজার ৪৮৯ ভোট পেয়েছিলেন।
ভোট কারচুপির অভিযোগ তুলে সেই ফল বাতিল চেয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত ওই মাসেই নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন।
অগাস্ট মাসে সরকার উৎখাতের পর পহেলা অক্টোবর ওই মামলার রায়ে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করে চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইসি সচিবালয় আটই অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনের বিজ্ঞপ্তি জারি করে।