শরীয়তপুরে আগুন লেগে পুড়ে গেছে ৭টি দোকান
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সদর উপজেলার বালার বাজারে আগুন লেগে পুড়ে গেছে ৭টি দোকান। আগুন নিভাতে গিয়ে বাসুদেব ও ভোলানাথ নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে দোকান ঘর ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত তিন টার দিকে সদর উপজেলার বালার বাজারের মকবুল বেপারীর দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের আরো ৬টি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নিভাতে গিয়ে বাসুদেব ও ভোলানাথ নামে দুই ব্যক্তি আহত হয়েছে। অগ্নিকাণ্ডে দোকান ঘর ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকানের মালিক মকবুল বেপারী জানান, দোকানগুলোর সামনে পিছনে মালামাল মজুদ করা ছিল। মালামাল ও ৭টি দোকান ঘরসহ প্রায় এক কোটি টাকার মত ক্ষতি হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইউছুফ আলী বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।