শান্তিপূর্ণ সমাজের প্রথম শর্ত ঐকবদ্ধ্য জাতি
মো মেজবাউল ইসলাম :
শান্তিপূর্ণ সমাজের প্রথম শর্ত ঐকবদ্ধ্য জাতি । ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সহ সকল গুরুত্বপূর্ন মাইলফলকের প্রধান শক্তি ছিল ঐক্য । আজ স্বাধীন এই বাংলাদেশে ঐক্যহীনতার কারনে সংকটের মুখোমুখি দাঁড়িয়ে । নানামুখী ষড়যন্ত্র চলছে জঙ্গিবাদের উত্থানের জন্য । তাই বাচতে হলে সব সংকীর্ণতা ভুলে ঐকবদ্ধ্য হতে হবে । গতকাল ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার খুলনায় হেযবুত তওহীদের পথসভা থেকে এই আহবান জানানো হয় । খুলনার খালিশপুরস্থ কোহিনূর মোড়ের পথসভায় বক্তব্য রাখেন মো রবিউল ইসলাম ।
তিনি আরো বলেন, ইসলামের সঠিক আদর্শ তুলে ধরার মাধ্যমে ধর্মের সকল অফ প্রয়োগ বন্ধ করা যাবে । হেযবুত তওহীদ ইসলামের সঠিক আদর্শ তুলে ধরছে ।এসময়ে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ সদস্য খন্দকার খায়রুল আজম ও জামাল হোসেন ।
উপস্থিত সকলেই জঙ্গিবাদের বিরুদ্ধে, ন্যায় ও সত্যের পক্ষে ঐকবদ্ধ্য হবার প্রত্যয় ব্যক্ত করেন । সভায় হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মাদ সেলিম এর ভিডিও আলোচনা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনী করা হয় ।