শার্শার বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি বাজার ও গ্রামে চলছে করোনা জীবাণুনাশক স্প্রে
ফজলুর রহমান, যশোর:
করোনা ভাইরাস আতঙ্কিত নয় সচেতনতাই একমাত্র চাবিকাঠি । কেভিন নাইন্টিন ভাইরাসের কারণে সারাদেশে চলছে লকডাউন।
বিনা প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাহির হচ্ছে না। এর মাঝে ০৮ নং বাগআঁচড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান। আলহাজ্ব ইলিয়াস কবির বকুলের নির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি বাজার ও গ্রামে চলছে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম।
০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য, মোঃ মোজাম গাজী তিনি নিজের কাঁধে তুলে নিলেন জীবাণুনাশক স্প্রে মেশিন। জামতলা বাজার ও টেংরা গ্রামে নিজ দায়িত্বে জীবাণুনাশক স্প্রে করেন। করোনা ভাইরাস সচেতনতাই কঠোর ভূমিকা পালন করছেন তিনি। এছাড়া কাউকে মাক্স বিহীন রাস্তায় বাহির হতে দেখলে নিজের টাকা দিয়ে মাক্স কিনে দেন । এবং কোন স্থানে দুই জন একত্রে দেখলে তাদের কে জনসচেতনতার কথা বলে বুঝান। তার নিজের এলাকার মানুষের মুখে মুখে একটাই কথা যে আমরা একটা যোগ্য মেম্বারকে পেয়েছি রাতদিন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন করোনা ভাইরাস সচেতনতায় তিনি এক ধাপ এগিয়ে।