শার্শায় ভূয়া পুলিশ আটক
বাগআচড়া প্রতিনিধি, যশোর:
বুধবার সকালে শার্শা উপজেলার জামতলা নামক স্থানে মিথ্যা পুলিশ পরিচয়ে বাস থেকে জিরা নামিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন পাক্কেল ঘাটার বিনয় দাসের পুত্র গৌতম দাসকে (৩৫) আটক করেন। আটককৃত গৌতম দাসকে জনগণ বেদম প্রহার করে শার্শা থানায় সোপর্দ করে। এএসআই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।