Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এসআই’র বিরুদ্ধে ফেনসিডিল বিক্রির অভিযোগ

01_241867

কামাল হোসেন, বেনাপোল: শার্শা থানা পুলিশের এসআই খায়রুলের কর্তৃক আটককৃত ফেনসিডিল বিক্রি করার অভিযোগ উঠেছে। গত ১৭ জানুয়ারী সকাল ১১টায় শার্শা থানার এসআই খায়রুল গোপন সংবাদের ভিত্তিতে শার্শার মাকলার বিল এলাকায় এক অভিযান চালিয়ে ১৪০ (একশত চল্লিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল বহনকারীদের আটক করতে পারেনি। পরে পুলিশ পাঁচকায়বা গ্রামের মহসিন আলিকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলায় দেখানো হয় ৬০বোতল ফেনসিডিল উদ্ধার।

সুত্রটি আরো জানান, দারোগা খায়রুল ঐদিন ফেনসিডিল উদ্ধার করে জামতলা এলাকার সামটা গ্রামের জিয়া নামের এক ব্যক্তির কাছে ৮০ বোতল ফেনসিডিল বিক্রি করে।এ ব্যাপরে এসআই খায়রুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, যা ধরেছি তাই জমা দিয়েছি। আপনি ওসির সাথে কথা বলেন। আমি ৬০ বোতল ফেনসিডিল ধরেছি।

Leave A Reply

Your email address will not be published.