Connecting You with the Truth

শাহজাদপুরে প্রতিবন্ধী সংগঠন আয়োজিত মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুরে “সহিংসতা ও প্রতিবন্ধী প্রতিরোধ এবং গণতান্ত্রিক চর্চা বিষয়ে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘জেলা স্পন্দন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও উদয়ন উন্নয়ন সংস্থা’ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। মানুষের মৌলিক অধিকার এর নিশ্চয়তা বিধানের জন্য জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির নাগরিক ক্ষমতা বাড়ানোসহ সক্ষমতা বৃদ্ধি করার জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে স্বাগতিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী নেতা উজ্জল কুমার সরকার। তিনি বলেন, এমন একটি বিশ্বের প্রয়োজন যেখানে সকল প্রতিবন্ধী মানুষ বৈষম্যমুক্ত সমাজে সকল সুযোগ-সুবিধাসহ একত্রে বসবাস করবে। এ ছাড়াও প্রতিবন্ধী মানুষের ইতিবাচক এবং স্থায়ী পরিবর্তন অর্জনের সহায়ক শক্তি হিসেবে রাষ্ট্র এবং রাষ্ট্রের মধ্যে যারা বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা। বক্তব্য রাখতে গিয়ে প্রতিবন্ধী নেতা জানে আলম বলেন, প্রতিবন্ধী কোন সমস্যা নয়। সমস্যাটি নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গির ওপর। প্রতিবন্ধী নেত্রী রুমানা খাতুন বলেন, সকল স্তরের প্রতিবন্ধীরা এক সাথে কাজ করতে চায়। সহিংসতা বন্ধ না করা গেলে প্রতিবন্ধীর সংখ্যা বাড়তে থাকবে। প্রতিন্ধীরা নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়। এগুলো বন্ধ করতে হবে। বিশ্ব সংস্থার জরিপ মতে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পুলিশের এস আই মাহফুজুর রহমান বলেন, প্রতিবন্ধীদের সকল অভিযোগের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে আইনি সহায়তা দেয়া হবে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু বলেন, জরিপ অনুযায়ী শাহজাদপুর উপজেলার মোট প্রতিবন্ধীর সংখ্য ৪৭২১ জন। এদের প্রত্যেকে সমাজকল্যাণ অধিদপ্তর হতে সনদপত্র দেয়া হয়েছে। সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সকল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা সম্ভবপর হয়নি। তবে এদের মধ্যে ১১৯০ জনকে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও ৩২১ জন দরিদ্র প্রতিবন্ধীকে ১৫ লাখ ২৭ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। অতিথি বক্তা প্রফেসর নাছিম উদ্দিন মালিথা বলেন, প্রতিবন্ধীদের রাষ্ট্র ব্যবস্থার ওপর শুধু নির্ভর রাখলেই চলবে না এ ব্যাপারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান বলেন, প্রতিবন্ধীদের জন্য সরকারি নির্দেশ অনুযায়ী তাদের শিক্ষার সকল সুযোগ সুবিধা স্কুলগুলোতে রাখা হয়েছে। প্রতিবন্ধীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে আমরা জনসম্পদে পরিণত করতে চাই। বিআরডিবি কর্মকর্তা শফিউদ্দিন মিয়া বলেন, প্রতিবন্ধীরা আমাদের জনগোষ্ঠির একাংশ, তাদেরকে পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে যেতে পারবো না। এছাড়া আরো অনেকে প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

Comments
Loading...