শাহ জালালে সোনাসহ ভারতীয় নাগরিক আটক
স্টাফ রিপোর্টার:
হযরত শাহ জালাল বিমানবন্দরে সাড়ে আট কেজি সোনাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার বিকালে বিমানবন্দরের টয়লেট থেকে আটক ওই ভারতীয় নাগরিকের নাম জাওয়েদ আকতার (৩২)। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বলেন, “ভারতীয় নাগরিক জাওয়েদ বিকাল সাড়ে ৩টার দিকে ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহ জালাল বিমানবন্দরে আসেন। “বিমানবন্দরে নামার পরপরই তিনি টয়লেটে যান। তার গতিবিধিতে গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হলে সেখানকার কমোডের ওয়াটার ট্যাংকের ভেতর থেকে লুকানো ১১টি কালো টেপ দিয়ে মোড়ানো সোনার বারসহ জায়েদকে আটক করা হয়।” গোয়েন্দা কর্মকর্তা নাহিদা বলেন, “উদ্ধার হওয়া সোনার ওজন আট কেজি ছয়শ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।”