Connecting You with the Truth

শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে পরীক্ষার সময় অবরোধ-হরতাল –ভূমি প্রতিমন্ত্রী

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আজকের এসএসসি পরীক্ষার্থীরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাদের দিকে চেয়ে আছে পুরো জাতি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ধ্বংস করতে বিরোধীদলীয় নেত্রী হরতাল ও অবরোধের ডাক দিয়েছে।
শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে পরীক্ষার সময়ও বিরোধী দলের অবরোধ-হরতাল। গত কাল ৩১ জানুয়ারি শনিবার দুপুরে কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের ৫০ বৎসর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী একথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলু।
অধ্যাপক আবদুল খালেক ও শিক্ষিকা লায়লা বিলকিসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন স্থানীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিজনূর রহমান, বনফুল গ্র“পের চেয়ারম্যান শিল্পপতি এম.এ. মোতালেব সিআইপি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, লোহাগাড়া থানার ওসি শাহজাহান পিপিএম বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, উপ-প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য হুমায়ুন কবির রাসেল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিনা কাজী, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক কাশেম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নুরুচ্ছফা কোম্পানি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রশিদ আহমদ চৌধুরী, উপজেলা আ’লীগের সদস্য এসএম আবদুল জব্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নূরুল আলম, মাসুদ করিম ও উপজেলা যুবলীগের নেতা জহির উদ্দীন প্রমুখ।

Comments
Loading...