Connecting You with the Truth

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক স্থগিত-জ্বলতে জ্বলতেই নিভে গেল বেরোবির আশার প্রদীপ

তপন কুমার রায়, বেরোবি প্রতিনিধি:

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে শিক্ষামন্ত্রনালয়ে শিক্ষামন্ত্রীর সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের আগামীকালের বিকাল ৩ টায় ঘোষিত বৈঠক অনিবার্য কারনবশত স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর দেড় টায় শিক্ষামন্ত্রনালয়ের রংপুর বিভাগীয় কমিশনারকে মাধ্যম করে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় স্থগিত করার  বিষয়টি জানানো হয়।

begum-rokeya-dd_28942 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট ও ভর্তি পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রীর সাথে আন্দোলনরতদের বৈঠক হওয়ার ঘোষনায় সবাই আশ্বাস পেলেও  বুধবার বিকালে স্থগিত করার কথা কানাকানি হলে অনেকেই আবারো হতাশ হয়ে পরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটে শেষ আশার প্রদীপ জ্বলার আগেই নিভে যাওয়ায় আবারো হতাশা গ্রস্থ সাধারন শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীরা। এ সপ্তাহেই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চুড়ান্ত সিদ্ধান্ত আসার কথা থাকলেও তা আর সম্ভব হবে না বলে মনে করছেন অনেকেই।

Comments
Loading...