শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন করে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে- মোতাহার এমপি
লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেছেন, শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন করে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।
শক্রবার দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট উচ্চ বিদ্যালয় বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোর্ডের হাট উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্থপনা কমিটির সভাপতি আব্দুল ওহাব আহম্মেদের সভাপতিত্বে ¯া^াগত বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক দিলীপ কুমার, অধ্যক্ষ ধনঞ্জয় কুমার বিপুল, বেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন প্রমুখ।
এরপর শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।