Connecting You with the Truth

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন -মোতাহার হোসেন এমপি

পাটগ্রাম প্রতিনিধি:
সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কঠোর সমালোচনা করে বলেছেন, “শিশু-কিশোর ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। তথাকথিত গণতান্ত্রিক আন্দোলনের নামে নাশকতা, জঙ্গিপনা, হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করুন। এসব ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পড়ালেখা ও পরীক্ষাতে আর বাধা দেবেন না। দেশের মানুষ এসব চায় না। উন্নয়ন চায়, যুদ্ধাপরাধীদের বিচার চায়। তাই বাংলার মাটিতে কোনো যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না। তাদের বাঁচানোর কোন আন্দোলনে মানুষ সাড়া দেবে না। আন্দোলনের নামে অনেক হয়েছে। এখন থামান, থামুন। নইলে পালানোর পথ খুঁজে পাবেন না। সব বাধা পেরিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাবেই। তাদেরকেও কেউ দমাতে পারবে না, জননেত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়নও কেউ বাধাগ্রস্ত করতে পারবেন না। কোন বিদেশি শক্তির কোথায় কিছু হবে না। সরকার জনগণকে সঙ্গে নিয়ে টিকে আছে, থাকবে।”
গত কাল সকাল ১১টায় টিএন উচ্চ বিদ্যালয় মাঠে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে ‘পাটগ্রাম তারকনাথ (টিএন) উচ্চ বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে উন্নীতকরণ এবং বার্ষিক ক্রীড়া সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেন, বিশেষ অতিথি দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার, সহকারী পরিদর্শক আব্দুল মান্নান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক, পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু। এছাড়াও আরো বক্তব্য রাখেন, পাটগ্রাম তারকনাথ (টিএন) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব প্রধান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বাবু পূর্ণ চন্দ্র রায়, অধ্যক্ষ প্রফেসর আবু আইয়ুব প্রধান, অধ্যক্ষ এম ওয়াজেদ আলী, অধ্যক্ষ শাহ নুর উন-নবী আল আযাদ।
এদিকে পাটগ্রাম তারকনাথ (টিএন) উচ্চ বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে উন্নীত করায় স্থানীয় সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বমহলে আনন্দের বন্যা বইছে।

Comments
Loading...