শিক্ষার্থীদের শতভাগ স্কুলমূখী করতে হবে: রাঙ্গা
রংপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের শতভাগ স্কুলমূখী করতে হবে। শিক্ষার্থীরাই আগামী প্রজন্মের ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল শক্তি। রংপুর তাজহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ¦ মসিউর রহমান রাঙ্গা এমপি। এসময় তিনি শিক্ষার্থীদের শিক্ষাদানে শিক্ষক ও অবিভাবকদের অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন। এছাড়াও জাতির কল্যাণে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ না রেখে ছাত্র/ছাত্রীদের সুশৃংখল পরিবেশে শিক্ষাদানের জন্য সকলকে অবদান রাখার জন্য আহ্বান করেন ।
মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট রথীশ রন্দ্র ভৌমিক বাবু সোনার সভাপতিত্বে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোখতার আহম্মদ, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইদ্রিস আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র ফরিদা কালাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. তৌহিদা খাতুন। আরো বক্তব্য রাখেন ২৮ নং ওয়ার্ড পুলিশিং কমিউনিটি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফয়জার রহমান , ২৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ। এছাড়াও শতবছরের রংপুরের প্রাচীনতম এই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হলরুম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।