শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুট ড্রেজিং কাজ ১৫ দিনের মধ্যে শেষ হবে
রোমান হাওলাদার: লৌহজং শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের নাব্যতা সংকট মোকাবেলায় ১১ টি ড্রেজার নিয়োজিত রয়েছে। যাতে দুটি ফেরি এক সাথে পারাপার হতে পারে তার লক্ষে ব্যাপক ভাবে ড্রেজিং কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা কারি আগামী ১৫ দিনের মধ্যে ড্রেজিং কাজ শেষ হবে । ফলে এ নৌপথে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারবে ফেরি গুলো। বর্তমানে ফেরি পারাপারে সময় অনেক বেশি লাগছে এতে করে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়ছে হচ্ছে । খুব শিগ্রহী এ সমস্যা কেটে যাবে । নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, তিনি মঙ্গলবার বেলা ১১ টায় জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের পদ্মা নদীর ড্রেজিং কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন,আগামি ডিসেম্বরের মধ্যে কাওরাকান্দি ঘাটটি কাঠাল বাড়ীতে স্থান্তর করা হবে । সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। ঘাটটি সেখানে আসলে ফেরি পারাপারে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। এতে কারে সময় অনেক বেচে যাবে এবং যাত্রী দূর্ভোগ ও অনেক আংশে কমে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডাব্লিটিসি এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক,সদস্য প্রকৌশল মোঃ মফিজুল হক,প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম,উপ-পরিচালক মাওয়া জোন এসএম আজগর আলী,ড্রেজিং বিভাগের নিবার্হী প্রকৌশলী সুলতান আহম্মেদ,লৌহজং উপজেলা নিবার্হী কর্মকর্তা খালেকুজ্জামান, বিআইডাব্লিটিসির এজিএম খালিদ নেওয়াজ,মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান প্রমুখ। এসময় মন্ত্রী ড্রেজিং কাজ পরিদর্শন শেষে ঘাটের ফেরি ঘাট পরির্দশন করেন।