Connecting You with the Truth

শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সুশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এ্যাডভোকেসি প্রচারণা এবং প্রদর্শনী অনুষ্ঠিত

 

এম.আর মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম):

ট্রান্সন্যাশনাল রেসপন্সেস অ্যাগেনস্ট করাপশন অ্যান্ড ক্লেপ্টোক্রেসি (ট্র্যাক) প্রকল্পের আওতায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং রুপসা এর সহযোগিতায় ইনোভেটিভ হাব,গোলপাহাড়,চট্টগ্রামে একটি ব্যতিক্রমধর্মী ‘শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সুশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এ্যাডভোকেসি প্রচারণা এবং প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিভাগে এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল শিল্পের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মতো মৌলিক নীতিগুলোকে উপস্থাপনের মাধ্যমে জনমানসে প্রেথিতো করা।

প্রদর্শনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সিটিটিউট এর ফাইন আর্টস বিভাগের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের তৈরী চিত্রকর্ম প্রদর্শিত হয়, যা বাংলাদেশের দুর্নীতি এবং ক্লেপ্টোক্রেসি
বা লুটপাট তন্ত্রের প্রকৃত অবস্থা এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে।

প্রদর্শনীতে ৩০জন অংশগ্রহণকারীর মধ্য থেকে বিচারক প্যানেলের মাধ্যমে সেরা ০৩জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রকল্পের পক্ষ হতে সনদপত্র প্রদান করা হয়। বিচারক প্যানেলের মধ্যে ছিলেন সারদ দাস, সহকারি অধ্যাপক, ইন্সিটিটিউট অব ফাইন আর্টস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাদাতউদ্দিন আহমেদ অমিল,সহকারি অধ্যাপক, ইন্সিটিটিউট অব ফাইন আর্টস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হুলবাইসু চৌধুরী, সহকারি অধ্যাপক, ইন্সিটিটিউট অব ফাইন আর্টস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রদর্শনীর শুভ উদ্ভোধন ঘোষনা করেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক জনাব হিরন্ময় মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ‘শিল্প ও সংস্কৃতি মানুষের মনকে নাড়া দিতে পারে এবং তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। সুশাসনের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ন। এই ধরনের প্রচারণা
ও প্রদর্শনী জনসচেতনতা তৈরীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। প্রদর্শনীটি জনগন, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি
সঞ্চার করতে একটি কার্যকর উদ্দ্যোগ বলে আইআরআই এবং রূপসা সংস্থাকে উপস্থিত অথিতিরা আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

প্রদর্শনীটি ১৪ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:০০ ঘটিকা হতে রাত্রি ০৯:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমধর্মী এ প্রদর্শনীতে স্থানীয় জনগন, শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক।

Comments
Loading...