শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত
শ্রীবরদী প্রতিনিধি, শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে। এতে আহত সাবেক ইউপি সদস্য আবু হারিজ বাচ্চু (৫৫), চাঁদনী বেগম (৩৫), মুন্নী (৪০), বাবুল মিয়া (৪২) ও মঞ্জুরুল (৩৫) সহ ১০জন গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন তরফদার ও পৌর মেয়র আব্দুল হাকিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীবরদী থেকে ছেড়ে যাওয়া ভটভটির সাথে শেরপুরে থেকে শ্রীবরদীর অভিমুখে সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।