শেরপুরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ এলাকার ইজবাইক চালক আব্দুর রাজ্জাক (৩৫) নিখোঁজের ১০ ঘন্টা পর পুলিশ আজ মঙ্গলবার সকালে তার লাশ শহরের মোবারকপুর এলাকার আবু মিয়ার ইট ভাটা থেকে উদ্ধার করেছে। একই সাথে তার ইজিবাইক ও রক্তমাখা জামাকাপড় সহ দমদমা পার্শ্ববর্তী কালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গতকাল রাত আটটার দিকে জেলা শহরের দমদমা কালিগঞ্জ এলাকার বাসিন্দা ও ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক (৩৫) কে একই এলাকার বাসিন্দা ও ইজিবাইক ছিনতাইকারি চক্রের অন্যতম সদস্য মিল্টন ও সাগর ভাড়ায় নিয়ে যায়। এরপর থেকেই রাজ্জাক নিখোঁজ হয়। রাতে বাসায় না ফেরায় রাজ্জাকের পরিবার তার খোঁজে বের হয়। এক পর্যায়ে তারা আজ ভোরে সদর থানার পুলিশকে জানায়। পরে পুলিশের অভিযানে রাজ্জাকের ব্যবহৃত ইজিবাইক ছিনতাইকারি চক্রের সদস্যদের বাসার কাছ থেকে উদ্ধার করে। এরপরই পুলিশ পাশ্ববর্তী মোবারকপুরের আবু মিয়ার ইট ভাটা থেকে ইটদিয়ে ঢাকা অবস্থায় রাজ্জাকের লাশ উদ্ধার করে। এসময় ইজিবাইক ছিনতাইকারি একটি চক্রের সন্ধানও পায় জানান পুলিশ। এদিকে, ছিনতাইকারি চক্রের সদস্য মিল্টন ও সাগর ঘটনার পর গা ঢাকা দিয়েছে। শেরপুর সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান মিয়া জানান, এ ব্যাপারে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।