শেরপুরে পৌর মেয়রের ওপর চিতাবাঘের হামলা
শেরপুর : পাহাড়ী জঙ্গল থেকে নেমে আসা এক চিতাবাঘের মোকাবেলায় ছুটে গিয়েছিলেন মেয়র। একাই খালি হাতে এই বাঘের মোকাবেলা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। আর স্থানীয় লোকজন পিটিয়ে মেরে ফেলেছে বাঘটি।
বাংলাদেশের শেরপুর জেলার শ্রীবর্দীতে এ ঘটনা ঘটেছে আজ সকালে।
শ্রীবর্দী থানার ওসি এস আলম জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে এটি চিতাবাঘ ইরিগেশন পাম্পের ছাউনির মধ্যে বসে আছে বলে খবর পান তারা।
শ্রীবর্দী পৌরসভার মেয়র মোহাম্মদ সাঈদ খবর পেয়ে সেখানে ছুটে যান। ততক্ষণে সেখানে বহু মানুষের ভিড় জমে গেছে। মেয়র মোহাম্মদ সাঈদ খালি হাতেই এই বাঘটির দিকে এগিয়ে গিয়েছিলেন। এসময় চিতাবাঘের হামলায় তিনি আহত হন।
ওসি এস আলম জানিয়েছেন, বাঘের থাবায় গুরুতর আহত হয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় লোকজন এরপর বাঘটিতে পিটিয়ে মেরে ফেলে। মৃত বাঘটিকে এখন শেরপুর জেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।