Connecting You with the Truth

শেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের হলরুম রজনীগন্ধায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সকল উপজেলা নির্বাহী অফিসার, সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপনে নানা ধরনের নির্দেশনা দেয়া হয়।

Comments
Loading...