Connecting You with the Truth

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ স্মৃতি টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ স্মৃতি টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারী সোমবার রাতে শহরের পৌর পার্ক সংলগ্ন টেনিস কোর্টে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ। এসময় প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড মোরশেদ আলী।

এছাড়া অন্যান্য অতিথির মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে বয়স ভিত্তিক ৩ টি ক্যাটাগরিতে ১২ দল এবং মহিলা দ্বৈত ৪ টি দল অংশ গ্রহণ করছে। পরবর্তিতে বিজয়ীরা এই টুর্নামেন্টের আওতায় শেরপুর ভ্যানুতে ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার বিজয়ীরা অংশ গ্রহণ করবেন।

Comments
Loading...