Connect with us

দেশজুড়ে

শেরপুরে শিক্ষকদের মানবেতর জীবন যাপন

Published

on

শেরপুর সদর প্রতিনিধি:
শেরপুর জেলার শ্রবরদী থানার অন্তর্গত কাকীলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে যেখানে সরকার শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করেছেন সেখানে উক্ত বিদ্যালয়টি সরকারের দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। অর্থ সঙ্কট, স্থান সংকুলানসহ আরও নানাবিধ সমস্যায় জর্জরিত স্কুলটি। এই স্কুলের বর্তমান শিক্ষক সংখ্যা ১৪ জন, অফিস সহকারী ১, চতুর্থ শ্রেণির কর্মচারী ৩ জন। বিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য ৩টি শাখাই চালু রয়েছে। ২০১৪ সালের এসএসসি পরীক্ষা পাশের হার ৯৫শতাংশ। দীর্ঘদীন যাবৎ স্কুলটি এমপিওভুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু স্কুলটির শিক্ষার মান, মেধা এবং পাশের হার উল্লেখযোগ্য অবস্থানে থাকা সত্ত্বেও স্কুলটি এমপিওভুক্ত হচ্ছে না।
স্কুলটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সাথে সাক্ষাৎকালে তিনি আক্ষেপ করে বলেন, বিদ্যালয়টি ১৯৯৯ সালে স্থাপিত হলেও এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের বেতন ভাতা প্রদান করা যাচ্ছে না, বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা যাচ্ছে না। যার ফলে শিক্ষকবৃন্দ পাঠদানে উৎসাহ হারিয়ে ফেলছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *