শেষ জয় ইংল্যান্ডের, সিরিজ জয় ভারতের
স্পোর্টস ডেস্ক:
এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেওয়া সফরকারী ভারত ৪১ রানে হেরেছে। শুক্রবার হেডিংলিতে পঞ্চম ও সিরিজের শেষ ওয়ানডে তে প্রথমে ব্যাট করে ভারতের সামনে ২৯৫ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে ২৫৩ রানে ভারতীয়দের রানের চাকা থেমে গেলে ৪১ রানের জয় পায় কুক বাহিনী। টসে হেরে আগে ব্যাট করা ইংলিশরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২৯৪ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে চার নম্বরে ব্যাটিংয়ে নামা জো রুটের ব্যাট থেকে। রুট ১০৮ বলে তিন ছয় আর দশটি চারে করেন ১১৩ রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জোস বাটলারের ব্যাট থেকে। বাটলার রান আউট হওয়ার আগে করেন ৪০ বলে ৪৯ রান। এছাড়া ওপেনিংয়ে নামা অ্যালিস্টার কুক করেন ৪৬ রান, ৩৩ করে অপরাজিত থাকেন বেন স্টোকস। ভারতীয়দের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ সামি। ২৯৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথমেই উইকেট হারায় ভারত। দলের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার অজিঙ্কা রাহানে। দলীয় ২৫ রানে রাহানের পথ ধরেন বিরাট কোহলি (১৩ রান)। ৪৪ বলে ৩১ রান করে মঈন আলীর বলে বোল্ড হয়ে ফেরেন শিখর ধাওয়ান। মিডল অর্ডারে আম্বাতি রাইডু দলের হাল ধরে করেন ৫৩ রান। তবে, ইনিংস সর্বোচ্চ রান আসে রবিন্দ্র জাদেজার ব্যাট থেকে। ফিনের বলে বোল্ড হওয়ার আগে জাদেজা ব্যাটে ঝড় তোলেন। মাত্র ৬৮ বলে ৯টি চার আর ২টি ছয়ে তিনি করেন ৮৭ রান। এছাড়া রায়না ১৮, ধোনি ২৯ আর অশ্বিন করেন ১৬ রান।আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারলে ৪৮.৪ ওভারে ২৫৩ রান করতে সক্ষম হয় ধোনিবাহিনী। ইংলিশদের হয়ে তিনটি উইকেট নেন বেন স্টোকস এবং দুটি করে পান আন্ডারসন, মঈন আলী ও ফিন। ম্যাচ সেরা নির্বাচিত হন জো রুট এবং সিরিজ সেরা হন সুরেশ রায়না। নিয়ম রক্ষার এ ম্যাচে ইংল্যান্ড জয় পেলেও সফরকারী ভারত ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে জিতে নিল ৩-১ এ। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।