শেষ বল পর্যন্ত লড়াই করেছি – মাশরাফি
এবারও এশিয়া কাপের ফাইনাল জিততে পারল না টাইগাররা। শেষ বল পর্যন্ত লড়াই করতে করতে অবশেষে ভারতের কাছে হেরে যেতে হলো।
তবে মাশরাফি মনে করেন, দুবাইয়ে তার দল যে ক্রিকেট নৈপুণ্য দেখিয়েছে তা ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে।
ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, আমি মনে করি অনেকের হৃদয় আমরা জয় করে নিয়েছি। শেষ বল পর্যন্ত আমরা লড়াই করেছি। কিন্তু আমরা আজ মাঠে প্রচুর ভুল করেছি- ব্যাটিংয়ে এবং বোলিংয়েও।
এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতকে ২২৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ বল পর্যন্ত ভারতকে জয়ের জন্য লড়াই করতে হয়। সে জন্য দলের বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন মাশররাফি।