শেষ হাসিটি ফরাসিদের মুখে
স্পোর্টস ডেস্ক:
লোইক রেমির একমাত্র গোলে জয় পেয়েছে ১৯৯৮ সালের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আর ফরাসিদের কাছে হেরে বসেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্যারিসে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচটি ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নিজেদের ফিরে পেতে জয় চেয়েছিল দল দুটি। তবে, শেষ হাসিটি হেসেছে ফরাসিরা। ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে যায় স্বাগতিক ও সফরকারীরা। তবে গোলের দেখা পায়নি কোনো দল। স্প্যানিস কোচ দেল বস্ক হাড়ে হাড়ে টের পেলেন বিশ্বকাপের পর জাভি, জাভি অলোনসো এবং ডেভিড ভিয়ার অবসরে তার শক্তি কতটা কমে গেছে। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল ফ্রান্স। পল পগবা আর করিম বেনজেমার দুটি জোড়ালো শট রুথে দেন স্প্যানিস গোলরক্ষক ডেভিড ডে গিয়া। ম্যানচেস্টার উইনাইটেডের এ গোলরক্ষকের দৃঢ়তায় গোলের হাত থেকে বেঁচে যায় অতিথিরা। প্রথমার্ধ গোল শুন্য হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৩ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পান গত রোববার চেলসিতে যোগ দেওয়া রেমি। পল পগবার বাড়ানো বল দারুনভাবে রিসিভ করেন ম্যাথিউ ভালবুয়েনা। তার বাড়ানো বলে রেমি খুঁজে পান স্পেনের জালের ঠিকানা। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা না পেলে ঘরের মাটিতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। দিনের অপর ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। ১৮ ও ৭৭ মিনিটে মার্টিনেস ও উইসালের গোলে অস্ট্রেলিয়াকে হারায় তারা।