শৈলকুপায় ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার
মনিরুজ্জামান সুমন ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় নেহেদ মালিথা (৩৫) নামের এক ভ্যান চালকের হাত-পা বাধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নেহেদ মালিথা কুষ্টিয়া কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আছালত মালিথার ছেলে।
জানা যায়, শনিবার ভোরে কাঁচেরকোল মাঠের মধ্যে হাত-পা বাধা অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ইঞ্জিন চালিত একটি নতুন ভ্যান কিনে ভাড়া মারতে বের হয় সে। এরপর আর রাতে বাড়ী ফেরেনা। সকালে মাঠের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে এমন সংবাদে ছুটে এসে মৃতদেহ সনাক্ত করে তার ছেলে বাপ্পী মালিথা।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম,এ হাশেম খান জানান, শৈলকুপা থানার শেষ সীমানা কাঁচেরকোল মাঠ থেকে হাত-পা বাধা অবস্থায় নেহেদ মালিতা নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গলাই গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। নিহত ব্যক্তি ভ্যান চালক ছিলো। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যেই র্দুবৃত্তরা তাকে হত্যা করেছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর
