Connecting You with the Truth

শৈলকুপায় স্বেচ্ছাসেবকলীগের জঙ্গিবাদের বিরোধী মিছিল ও সমাবেশ

Shailkupa Volentier Legue Programe pic-16-07-16 (3)মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শৈলকুপা উপজেলা চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিন করে পৌর এলাকার চৌরাস্তার মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে শৈলকুপা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব বাহাদুরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম. হাকিম আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল­া, সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হাসান ইমরান রঞ্জু, ওহিদুজ্জামান উজ্জল, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর শফিকুল ইসলাম (শফি), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাগর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম মন্নু, সাধারণ সম্পাদক আবু কালামসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি তার মুল্যবান বক্তব্যে বলেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা কখনই বেহেশতবাসী হতে পারেনা। তারা ইসলামের শত্রু। বিএনপি জায়ামাত ও শিবিরাই জঙ্গি সংগঠন তৈরী করে দেশকে ধ্বংস করতে মেতে উঠেছে।
বেহেশতের লোভ দেখিয়ে যারা উঠতি বয়সের ছেলেদের জঙ্গি প্রশিক্ষন দিয়ে আত্মঘাতি বোমা হামলা করাতে পাঠায়, সেসকল জঙ্গিদেরকে উদ্দেশ্যে করে প্রধান অতিথি আব্দুল হাই বলেন, তোমাদেরকে যারা বেহেশতের লোভ দেখিয়ে বোমা মারতে পাঠায়, তারা প্রাণ ভয়ে কখনো নিজেরা আত্মঘাতি বোমা হামলায় লিপ্ত হয়না। তাই এসকল ফতুয়াবাজদের কথায় জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ না হয়ে পথভ্রষ্টদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

Comments
Loading...