শৈলকুপায় ৮০ বছরের বৃদ্ধর আত্মহত্যা
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কিয়ামদ্দিন মন্ডল (৮০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। সে মৃত আইজুদ্দিন মন্ডলের ছেলে। তার স্ত্রী শাহেরা বেগম জানান, দীর্ঘদিন যাবৎ সে ক্যান্সার রোগে ভুগছিলেন। যন্ত্রনা সইতে না পেরে বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। শৈলকুপা থানার ওসি এম,এ হাশেম খান জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর