Connecting You with the Truth

শোক দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লক্ষ্মীপুর প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে গতকাল সকাল ১১টায় লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ হলরুমে একটি আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহ্ফিল এর আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোলেমান হোসেন, অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, উপাধ্যক্ষ মাহবুবুল করিম। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি মোফাসসের হোসেন চুন্নু, লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি আমজাদ হোসেন আজিম, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.