Connecting You with the Truth

শ্রীনগরে সাংবাদিককে মারধরের ঘটনায় আটক ১

আটক9_113690মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই সাংবাদিককে মারধর করার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. পারভেজকে (৫২) গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। বুধরার দুপুর ২টার দিকে শ্রীনগর সদরের দেউলভোগ এলাকার টেক্কা মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ শ্রীনগর ইউনিয়ন আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সামছুজ্জামান বাবু জানান, সাংবাদিকদের হামলার ঘটনার পর পরই আমাদের শ্রীনগর থানা-পুলিশকে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে দেউলভোগ এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. পারভেজকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৫ মার্চ শ্রীনগর উপজেলার ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে শ্রীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি অধীর রাজবংশী এবং দৈনিক রূপবাণীর স্টাফ রিপোর্টার মীর রাতুল পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলার শিকার হন।
পরদিন অধীর রাজবংশী এ ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসী জুয়েল লস্কর, ফাহিম হোসেন প্রিন্স, রুবেল জয়, পারভেজসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

Comments
Loading...