Connecting You with the Truth

শ্রীপুরে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী আটক

36147_0গাজীপুর প্রতিনিধি: ষাটোর্ধ বৃদ্ধের কিশোরী স্ত্রী জুয়েনা (১৫) কে যৌতুকের দাবীতে নির্যাতন করায় শনিবার রাতে পুলিশ অভিযুক্ত স্বামী মোস্তফা মৃধা (৬১) কে গ্রেফতার করেছে। জানা যায়, নয়নপুর গ্রামের জাবেদ স্পিনিং মিলের পিছনে মোস্তফা মৃধা ইতিপূর্বে একাধিক বিয়ে করে স্ত্রীদের নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রীরা চলে যায়। অনুমান ৫ মাস পূর্বে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার মল্লিক বাড়ী ইউনিয়নের কাতলামারী এলাকার জালাল উদ্দিনের সাথে প্রতারনা করে তার স্ত্রী নেই বলে জুয়েনার সাথে মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিকৃত মানসিকতার মোস্তফা তার কিশোরী স্ত্রীর উপর অমানসিক যৌন নির্যাতন করে আসছে। পরে জানা যায়, মোস্তফা মৃধার আগের স্ত্রীর ও ছেলে মেয়ে রয়েছে। বিয়ের কিছুদিন পর জুয়েনার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে মোস্তফা মৃধা জুয়েনাকে ঘরের ভিতর বন্ধি করে রাখত। অনেক আকুতি মিনতি করার পরও মোস্তফা মৃধা জুয়েনার পরিবারের সাথে দেখা করার সুযোগ দেয়নি। নিরুপায় হয়ে ৫ মার্চ তার বাবা জালাল উদ্দিন শনিবার সন্ধ্যায় শ্রীপুর থানায় অভিযোগ দিলে রাতেই পুলিশ মোস্তফাকে আটক করে। এ ঘটনায় শ্রীপুর থানায় যৌতুক ও নারী, শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে মোস্তফা মৃধাকে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে। গত এক বছর পুর্বে মোস্তফা মৃধা তার বাড়ীর ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে তার নামে মামলা হওয়ায় তিনি এক মাস কারা ভোগ করেছে।

Comments