শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার
ভ্রাম্যমাণ প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুর:
শ্রীপুরে বিদেশি পিস্তলসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ২৪ জানুয়ারি শনিবার বিকাল ৩টার সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নজরুলের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিদেশি ১টি পিস্তল ও ১শ’ পিছ ইয়াবাসহ দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শ্রীপুর থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গাজীপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সূত্রের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জাহাঙ্গীর পার্শ¦বর্তী কাপাসিয়া উপজেলার রাউতকুনা গ্রামের শাহাব উদ্দিনের পুত্র।