Connecting You with the Truth

শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা গৃহশিক্ষক গ্রেফতার

মাহমুদুল হাসান শ্রীপুর: শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা গৃহশিক্ষক গ্রেফতার করেছে পুলিশ। ৬ মে শনিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামে ধর্ষনের চেষ্টা ও গ্রেফতারের ঘটনা ঘটে।
জানা গেছে, মোশারফ হোসেনের মেয়ে বড়নল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী কে একই এলাকার লিটন মিয়ার পুত্র রাহাত তার নিজ বাড়ীতে গৃহশিক্ষক হিসেবে প্রাইভেট পড়াত ছাত্রীদের। সকালে গৃহশিক্ষক অন্যান্য ছাত্রীদের প্রাইভেট পড়া শেষে ছুটি দিয়ে ৩য় শ্রেনীর ছাত্রীকে রেখে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় ছাত্রী ডাকচিৎকার শুরু করলে তার মা রুমানা বেগম গৃহশিক্ষকের কক্ষ থেকে অচেতন অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে।
এ ব্যাপারে ছাত্রীর চাচা গালিব বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ লম্পট গৃহশিক্ষক রাহাত (২১) কে গ্রেফতার করেছে। শ্রীপুর থানার এস.আই নজমুল ইসলাম জানান, গৃহশিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হচ্ছে।
ছাত্রীর মাতা রুমানা বেগম জানান, প্রাইভেটের সময় শেষ হওয়ার পরও তার মেয়ে বাড়ীতে না আসায় গৃহশিক্ষকের বাড়ীতে গিয়ে এ ঘটনা দেখতে পান।

Leave A Reply

Your email address will not be published.