Connecting You with the Truth

শ্রীলংকা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ২৮.৫ ওভার খেলা হওয়ার পর তৃতীয় দফায় বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি খেলা। ম্যাচ শুরুরর আগে দু’দফা বৃষ্টি হয় অকল্যান্ডে। এডেন পার্কে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। বৃষ্টি বাধায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছিল তারা। মাঠ ছাড়ার আগে মার্টিন গাপটিল ৬৬ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ২৮ ও টম লাথাম ৪২ ও রস টেলর ৩ রান করেছেন। তিনটি উইকেটই দখল করেছেন এঞ্জোলো ম্যাথুস। ৭ ম্যাচের ওয়ানডে সিরিজটি বর্তমানে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.