শ্রোতাদের পছন্দের গান শোনাবেন হাবিব
বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ নিজের স্টুডিওতে বসে তার পুরনো জনপ্রিয় একটি গান গাইবেন। সঙ্গে বাজবে শুধু পিয়ানো। এজন্য শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন তিনি। শ্রোতারা যে গানের অনুরোধ জানাবে বেশি, হাবিব বেছে নেবেন সেটাই। ফেসবুকে হাবিবের ফ্যানপেজে শ্রোতারা গানের অনুরোধ জানাতে পারবেন। এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘টিভিতে আমার কম যাওয়া হয় নানা ব্যস্ততার কারণে। দেখা যায় সময় ফাঁকা নেই কিংবা কাজ পড়ে যাচ্ছে। তাই ভক্তদের কয়েক লাইন গান শোনানোর জন্যই ফেসবুকে এটা পোস্ট করবো।’ তিনি আরও বলেন, ‘এটা আমার নতুন একটি ভাবনা। কয়েকদিন ধরেই মনে হচ্ছিল শ্রোতাদের মতামত নিয়ে কাজ করলে কেমন হয়। সেই ভাবনা থেকে এই পরিকল্পনা করা। শ্রোতারা যে গান শুনতে চাইবেন তার অংশবিশেষ পিয়ানো বাজিয়ে গেয়ে ফেসবুকে দেবো আমি। আর আমার ফ্যানপেজ শুধু তথ্য আদান-প্রদানের জন্য নয়। আমি মনে করি, শ্রোতাদের সঙ্গে যোগাযোগটা অক্ষুণœ থাকুক। কয়েকদিন আগেও একটি গান করেছিলাম, সেটা ছিল নিজের পছন্দের। এবার শ্রোতাদের পছন্দের গান করব।’ সম্প্রতি এসএ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ ছবির জন্য একটি গান তৈরি করেছেন হাবিব। এ ছাড়া শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে থাকছে তার একটি গান।