Connecting You with the Truth

সজল-ফারিয়ার ‘অচেনারে চেনা’

b-11aবিনোদন ডেস্ক:

এ দূরত্ব মানে কিন্তু রেষারেষি নয়। এমন নয় যে, দু’জনের মধ্যে উষ্ণ সম্পর্ক চলছিল, এতোদিন পর সেটা শীতল হল। তাদের সম্পর্ক ভাল ছিল সবসময়ই। একসঙ্গে কাজ ছিল না অনেকদিন, এই যা! সজল সারাবছর কাজ নিয়েই ব্যস্ত থাকেন। মাসের দু’একদিন কাজ না থাকলে বাড়িতেই সময় কাটান। আর ফারিয়াকে তো অতিথি পাখি বলা চলে! হুটহাট করে ইচ্ছে হলে দু’একটা নাটকে হাজিরা দেন। অনেক দিন তাই দেখা হয়নি দু’জনের। প্রায় আড়াই বছর পর তারা এক হলেন। ‘অচেনারে চেনা’ নামের একক নাটকে অভিনয় করছেন দু’জন। ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ফারিয়া। ২৯ জানুয়ারি ইস্কাটনের একটি বাড়িতে নাটকটির কাজ করেছেন সজল ও ফারিয়া। এটি লিখেছেন আমিরুল ইসলাম অরুন, পরিচালনায় চিশতি কৌশিক হাসান ও রেনী হাজরা। বিত্তবানরা পরস্পরের বন্ধু হতে পারে কিন্তু আÍীয় হয় না। আবার বিত্তহীনেরা পরস্পরের বন্ধুও হতে পারে, আÍীয়ও। নাটকটির গল্পের প্রেক্ষাপট এমনই।

Comments
Loading...