Connecting You with the Truth

সদরপুরে ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক।

SAM_9997ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচড় থেকে শনিবার রাত ১০ টার দিকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা হয়েছে।
র‌্যাব ৮ জানায় তারা গোপন সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার সদরপুর থানাধীন ০৫নং ভাষানচর ইউনিয়নস্থ চর চাঁনপুর গ্রামে একজন মাদক ব্যবসায়ী কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্যেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এবং এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক শনিবার রাত ১০ ঘটিকার সময় উল্লেখিত অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম হারুন মুন্সি(৭৩) । সে চর চাঁনপুর গ্রামের গণি মুন্সির পুত্র। আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, হারুন মুন্সী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments