Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সম্পর্ক আর বিচ্ছেদ নিয়ে সোনমের পরামর্শ(ভিডিওসহ)

France Cannes Sonam Kapoor Portraits

বিনোদন ডেস্ক: সোশাল মিডিয়ায় সম্পর্ক বিচ্ছেদ নিয়ে পরামর্শ দিলেন বলিউড ডিভা সোনম কাপুর। টুইটার অ্যাকাউন্টে ১ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে তিনি সম্পর্ক নিয়ে ব্যক্তিগত চিন্তা-ভাবনা ব্যক্ত করেছেন।

সেখানে তিনি বলেন, ‘আমি কেবল বলতে চাই, আপনি খুব ঝামেলাপূর্ণ সম্পর্কে জড়িয়ে থাকলে সেখানে বিচ্ছেদ আসবেই’।

পরামর্শে তিনি বলেন, জীবন থেকে খারাপ বিষয়গুলোকে সহজেই চলে যেতে দিন। এগুলোই সম্পর্ক নষ্টের হোতা। এমন বিষয় নিয়ে কেন চলতে হবে যা আমাদের সুখ নষ্ট করে? আমরা জীবনে আরো ভালো কিছু আশা করি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.