সরাইলের সিএনজিতে ডাকাতি, চালক গুরুতর আহত
সরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়া:
সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের সিএনজি চালক রতন মিয়াকে (২৫) একদল ডাকাত গুরুতর আহত করে তার সিএনজি ছিনিয়ে নেয়। ডাকাতির ঘটনাটি ঘটে সরাইল বড্ডা পাড়া তেরকান্দা রোডের উসমান মিয়ার ফার্মের পাশে। গত বৃহস্পতিবার রাত ৮টার সময় হাসপাতালের মোড় হতে তেরকান্দা যাত্রী নামিয়ে আসার পথে সিএনজিটি ফার্মের কাছে আসলে গতিরোধ করে চালককে এলো পাথাড়ি আঘাত করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। চালক চিৎকার করলে এলাকাবাসি তাকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক জানান, বুকের আঘাতটি গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।