সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন কুট্টাপাড়া
সরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শাহবাজপুর নিয়াজ মোহাম্মদ মাঠে অনুষ্ঠিত খেলায় শাহবাজপুর লাল দলকে ২Ñ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুট্টাপাড়া অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো. মনসুর আহাম্মদ (দানা মিয়া), প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাড. জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাদ দাল্লাল, পুলিশ সুপার মো, মনিরুজ্জামান পি পি এম. (বার) সরাইল উপজেলার নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শেরআলম, স্বাগত বক্তব্য রাখেন শাহবাজপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলি। প্রধান অতিথি মাঠের সংস্কারের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন, এলাকা বাসি এমন একটি খেলা প্রতি বছর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান।