Connecting You with the Truth

সরিষাবাড়ীতে যুবলীগ নেতা হত্যাকারীদের ফাঁসির দাবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীতে যুবলীগ নেতাকে নৃশংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মৌন মিছিল ও সমাবেশ হয়েছে। গত শনিবার পিংনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মেদুর গ্রাম হয়ে মৌন মিছিল শেষে পিংনা ইউনিয়ন পরিষদে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন-বীর প্রতিক আ. হাকিম, মুক্তিযোদ্ধা শামসুল আবেদীন মজনু, পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন, সাবেক চেয়ারম্যান ফতেহ লোহানী, মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেন ছানা, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, ঈসা আলম, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, নিহতের পিতা মুক্তিযোদ্ধা ও পুলিশ (অব.) নুরুল ইসলাম, লাল মিয়া , আনোয়ারুর হক, নুসরাত জাহান, যুথী আক্তার, রূপান্না বেগম প্রমুখ। মৌন মিছিলে আ’লীগ, যুবলীগসহ পিংনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি পিংনা রেলওয়ে স্টেশনের উত্তর পার্শ্বে পুকুরে মাছ প্রহরাকালীন রাতে দুর্বৃত্তরা পিংনা ইউনিয়ন যুবলীগের নেতা ও মেদুর গ্রামের মুক্তিযেদ্ধা ও পুলিশ (অব.) নুরুল ইসলামের একমাত্র পুত্র মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে হত্যা করে।

Comments
Loading...