Connecting You with the Truth

সরিয়ে নেয়া হল পাহাড়ের ১শতাধিক পরিবারকে

hillকক্সবাজার প্রতিনিধি:
পাহাড়ের পাদদেশে চরম ঝুঁকি নিয়ে বাস করা অন্তত ১শ’ পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। বৃহস্পতিবার ও শুক্রবার তাদের সরিয়ে নেয়া হয়। পরিবারগুলোকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি থাকায় কক্সবাজার শহরের পাহাড়তলী, বৈদ্যঘোনা, কলাতলী, সৈকত পাড়া, লাইট হাউস ও সাহিত্যিকি পল্লী এলাকা থেকে প্রায় ৫০টি পাহাড়ি পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। একসঙ্গে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ঝুঁকির্পূণ ৩০ পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। পৌরসভার পুরাণপল্লানপাড়া থেকে এসব পরিবারকে সরিয়ে নেয়া হয়। এছাড়া মহেশখালীসহ আরও কয়েকটি এলাকার পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নেয়া হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবদুস সোবহান জানান, পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনদের সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। এজন্য বৃষ্টির শুরুতেই মাইকিং করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.