Connecting You with the Truth

সলঙ্গায় সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি

সলঙ্গা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি হাসপাতালের সন্ত্রাসী বাহিনী কর্তৃক কর্মরত এক সাংবাদিককে মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাটিকুমরুল রোড গোলচত্বরের উত্তর পার্শ্বে আল-মদিনা জেনারেল হাসপাতালে এক গর্ভবতী মহিলাকে পরীক্ষার নামে দুই দুই বার মিথ্যা রিপোর্ট দিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণা করায় হাসপাতালের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি সিরাজগঞ্জ সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তেলকুপি গ্রামের আব্দুল কুদ্দুস। অভিযোগের অনুলিপি কপিতে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক কালের ছবি পত্রিকার প্রতিনিধি শংকর কুমার রায় অভিযোগের বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। ঐ দিন বিকেল ৩ টার দিকে একাধিক মোবাইল ফোন থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, হাত-পা কর্তনসহ গুলি করে হত্যার হুমকি প্রদর্শন করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সাংবাদিক শংকর কুমার রায় তার জীবনের নিরাপত্তা চেয়ে গত শুক্রবার সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং- ৩৯৮।

Leave A Reply

Your email address will not be published.